জলাবদ্ধ শহর, মশার দখলে জীবন..
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ । ১৫:২৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ । ১৫:২৩
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
ঘূর্ণিঝড় সিডরের আঠারো বছর পরও পটুয়াখালীর মানুষ এখনো লড়ছে টিকে থাকার লড়াইয়ে। সতর্কতা বাড়লেও স্থিতিস্থাপকতা নেই—এ যেন উপকূলের স্থায়ী বাস্তবতা। সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর সেই পানিই এখন ডেংগুর প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে।
শহরের নিউমার্কেট, মহিলা কলেজ, জুবিলী স্কুল, কালিকাপুর ও লঞ্চঘাট এলাকায় বৃষ্টির পানি জমে থাকে। বাসিন্দাদের অভিযোগ, দৃশ্যমান কিছু ড্রেন পাকা করা হলেও অধিকাংশ ড্রেন এখনো কাঁচা। বর্ষায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।
এছাড়া যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতা, অপরিকল্পিত অট্টালিকার অনুমোদন ও সরকারি ড্রেন দখল নিম্নাঞ্চলগুলোকে স্থায়ী জলাবদ্ধতার ফাঁদে ফেলেছে। নিয়মিত পরিষ্কার না হওয়ায় ড্রেনগুলো আবর্জনায় ভরে থাকে, আর সামান্য বৃষ্টি নামলেই শহরজুড়ে হাঁটুপানি।
বাসিন্দা সুমাইয়া অভিযোগ করে বলেন, “ড্রেনের ময়লা মাসের পর মাস পরিষ্কার হয় না। একটু বৃষ্টি হলেই ঘরে পানি ঢোকে, রাস্তা কাদা আর মশায় ভরে যায়।”
জলাবদ্ধতার এই চিত্রে নতুন আতঙ্ক হিসেবে যুক্ত হয়েছে ডেংগু। জমে থাকা নোংরা আর পানিতে মশার বংশবিস্তার দ্রুত বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বেডের অভাবে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ বদলে গেছে, অল্প সময়ে অতিবৃষ্টি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে উপকূলের শহরগুলোতে জলাবদ্ধতা আরও তীব্র হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশ ব্যবস্থাপনার অভাব এই প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “আমরা ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা দিতে পারি, কিন্তু ড্রেন, বাঁধ ও নগর পরিকল্পনা টেকসই না হলে মানুষ বারবার হারাবে স্বাভাবিক জীবন।”
সিডরের ১৮ বছর পরও পটুয়াখালীর মানুষ সেই পুরনো প্রশ্নই তুলছে—কবে মিলবে স্থায়ী সমাধান?
উপকূলের এই শহর এখন মনে করিয়ে দিচ্ছে—সতর্কতা যথেষ্ট নয়, টেকসই অবকাঠামো, সুষ্ঠু নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উন্নয়নই স্থিতিস্থাপকতার মূল চাবিকাঠি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.