পটুয়াখালীতে জাটকা ইলিশ শিকারের উপর..

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ । ১৪:২২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ । ১৪:২২

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

মৎস্য বিভাগের নির্দেশনায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা।

এ নিষেধাজ্ঞার আওতায়, ১০ ইঞ্চির ছোট সকল জাটকা মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করাও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এই আইন অমান্য করলে অভিযুক্তদের ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড এবং নৌপুলিশ একত্রে সাগর ও নদীতে অভিযান চালাবে।” তিনি আরও বলেন, “জাটকার অবরোধ সফল করতে আমরা বিশেষ নজরদারি চালাবো।”

এদিকে, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে সহায়তা প্রদানের লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি চাল প্রদান করা হবে, যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!