‘শাপলা কলি’ নয় ‘শাপলা ফুল’..
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ । ১৮:১৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ । ১৮:১৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই প্রতীক পেলে সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দেশের একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা আজ বিকেলে দেশের একটি গণমাধ্যমকে বলেন, “আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতিকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।”
ইসির প্রকাশিত তালিকায় শাপলা কলি যুক্ত হয়েছে, এই প্রতীকে যদি দেওয়া তাহলে এনসিপি সন্তুষ্ট কি না—জবাবে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমরা শাপলা চাই। আমাদের প্রার্থিত প্রতীক শাপলা। আমরা শাপলা চাই।’
শাপলা কলি দেওয়া হলে এনসিপি মেনে নেবেন কি না—জানতে চাইলে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমাদের যখন প্রতীক দেওয়া হবে, তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনো প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.