শ্রীমঙ্গলে কৃষি প্রণোদনা পেলেন ৬৮৫..
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ । ২০:৩৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ । ২০:৩৫
আতাউর রহমান কাজল,ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে বসতবাড়ি ও মাঠ পর্যায়ে শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির জন্য এই সহায়তা প্রদান করা হয়।
বসতবাড়ির জন্য বেগুন, পালংশাক, লালশাক, মটরসুটি, লাউ, মূলা ও বাটিশাক এবং মাঠের জন্য লাউ, বেগুন, মিষ্টিকুমড়া ও শসার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
কৃষি অফিস জানিয়েছে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শ্রীমঙ্গলে শীতকালীন সবজি উৎপাদন আরও বৃদ্ধি পায় ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফেরে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.