মির্জাগঞ্জে পাঁচ সহস্রাধিক কৃষকদের মাঝে..
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ । ২০:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ । ২০:৩১
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
কৃষি পুর্নবাসন সহায়তা হতে পটুয়াখালীর মির্জাগঞ্জে রবি মৌসুমে চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী (হাইব্রিড), ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের পাঁচ সহাস্রধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
বিতরন অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, মোঃ আনোয়ার হোসেন সিকদার ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৫হাজার ১৬৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রকারভেদে ১কেজি বীজ (সরিষা), ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়।##
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.