পটুয়াখালী’র জৈনকাঠীতে দুর্বৃত্তের ছুরিঘাতে অটো-চালক..

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ । ১৫:০৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ । ১৫:০৩

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিঘাতে অটো চালক মোশারফ খান (৪০) নিহত হযেছে ।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় মোশারফ সারাদিন অটো চালিয়ে রাত দশটার সময় বাড়ি ফিরে। রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমে ঘুমাতে যান। পাশের রুমে শুয়েছিল তার মেয়ে মালা দশম শ্রেণীর শিক্ষার্থী ও নিহতের স্ত্রী শাহনাজ বেগম।
রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত মাটির ঘরে একটি সুরঙ্গ তৈরি করে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে তার মেয়ে এবং স্ত্রীর রুমে ঢুকলে তোর মেয়ে মালা বিষয়টি টির নিহতের মেযে টের পেযে চিৎকার দিলে বাবা মোশারফ খান ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিযে শরীরের কয়েক যায়গায় আঘাত করে তারা পালিযে যায। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোশারফ নিহতের ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সকাল থেকেই এলাকাবাসী ভিড় জমায় নিহত মোশারফ এর বাড়িতে তারাও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন নিহত মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ বেগম এবং মেয়ে মায়া, তারা বলেন, আমার বাবাকে যারা হত্যা করছে তার যেন ফাসি হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান,
ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই আমরা বিষযটি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কেউ আটক বা মামলা হয়নি। তবে নিশ্চিত এটি একটি হত্যা।

নিহত মোশারফ এর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, ছেলে আসিফ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে এবং মেয়ে মালা সেয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!