নওগাঁয় জাকের পার্টির মতবিনিময় সভা..

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ । ২০:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ । ২০:০১

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনার মাঠে জাকের পার্টির উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডাবলু) এবং সঞ্চালনায় ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোঃ মোস্তফা আমীর ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ সায়েম আমীর ফয়সল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা সদস্য ফ্রন্ট সভাপতি মাজেদুল ইসলাম, এবং রাণীনগর উপজেলা সভাপতি মোঃ খায়রুল আলম (জুয়েল) প্রমুখ।

বক্তারা বলেন, জাকের পার্টির আদর্শ ও চেতনা গণমানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়। তারা আরও বলেন, দেশের প্রতিটি ঘরে জাকের পার্টির দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ইসলামিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে গোলাপ ফুলের পতাকা তলে আসতে হবে।

অনুষ্ঠানটি দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!