যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জাগঞ্জে আনন্দ..

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ । ১৬:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ । ১৬:০১

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ড চত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ র‍্যালী শেষে পরিষদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস্ ও সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমান প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সুজন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাসার মোকলেছ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দ র‍্যালী ও পথসভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল সহ বিভিন্ন সহোযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!