দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা..

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ । ১৬:৪৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ । ১৬:৪৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কার কার্যক্রম পুরোপুরি চালু থাকবে।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিবৃতিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

এতে আরো বলা হয়েছে, এ ছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার ‘মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে।
মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।’

তিনি আরো বলেন, আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!