পেছাল ১৫ সেনাকর্মকর্তার হাজিরার তারিখ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:৩৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:৩৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গুম-খুন দুই মামরায় সাবেক এবং বর্তমান ১৫ সেনা কর্মকর্তার হাজিরার তারিখ পিছিয়েছে। আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। আর জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় হাজিরার তারিখ দেয়া হয়েছে একই মাসের ২৪ নভেম্বর।

প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। গত ২২ অক্টোবর গুমের দুই মামলা এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক-বর্তমান ১৫ সামরিক কর্মকর্তাকে। ঐদিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় ৫ ও ২০ নভেম্বর। বর্তমানে এই ১৫ সেনাকর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে রাখা হয়েছে।

এদিকে, একইদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। ১১ ডিসেম্বরের মধ্যে এ মামলায় তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। অন্যদিকে চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী। হাজির করা হয় গ্রেফতার চার আসামিকে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!