শ্রীমঙ্গলে যাত্রীসেবা স্বচ্ছ ও অনিয়ম..

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:১৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:১৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

রেলওয়ের যাত্রীসেবা স্বচ্ছ ও অনিয়মমুক্ত রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন ও রেলওয়ে পুলিশ

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে ওঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং টিকিট কালোবাজারি রোধ হবে।’

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, ‘অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।’

রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার আরও জানান, স্টেশন প্ল্যাটফর্মে বিনা টিকিটের যাত্রী অবস্থান করছে কি না এবং এনআইডির সঙ্গে টিকিটের তথ্য মিল আছে কি না—এসব যাচাই করা হয়। পাশাপাশি স্টেশনে ব্লক রেইডও পরিচালিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!