নির্বাচন বানচাল করতে তৎপরতা চালাচ্ছে..
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ । ১২:৫৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ । ১২:৫৩
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
স্বৈরাচারের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার (২৬ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.