রাজশাহী শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান ও..

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ । ১০:৫৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ । ১০:৫৭

ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”

“বিজ্ঞান ও প্রযুক্তি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি” প্রতিপাদ্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী এসএমএনএসএসসি ১০ম আন্তঃ বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলা, তাদের অভিনব চিন্তা চেতনার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎ গবেষক তৈরিতে উদ্বুদ্ধ করাই এই বিজ্ঞান মেলার মূল লক্ষ্য ছিল।

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম.এ মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সচিব প্রফেসর ড. শামিম আরা চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. তারেক হাসান আল-মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনজুমান সুলতানা। আহবায়ক ছিলেন, শিমুল মেমোরিয়ালের অধ্যক্ষ বিরাজ আহমেদ। অনুষ্ঠানের সংগঠক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার নাজমা রহমান। আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানি, তালাইমারী শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ, তুহিনা পারভীন ইলা প্রমুখ। ক, খ, গ এবং ঘ গ্রুপে মোট ১৪৪ টি স্টল স্থান পেয়েছিল। এতে ৪৫০ জন শিক্ষার্থী বিভিন্ন স্টলে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!