গোবিন্দগঞ্জে নাকাইহাটে সড়ক দুর্ঘটনায় ২..
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ । ১৪:০২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ । ১৪:০২
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ২ জন নিহত হয়েছে।আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে, গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া সাজ্জাদের ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লিমা বেগম(৪০) ও সবদের আলী(৫০)। নিহত লিমা বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ীর পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী ও নিহত সবদের আলী জয়পুরহাট সদরের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়া পাড়া নামক স্থানে সিএনজি ও স্যালো মেশিন চালিত টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী লিমা ও সবদের সহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমা বেগম ও সবদের আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.