পটুয়াখালীতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস..
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ । ১৫:০৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ । ১৫:০৭
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে নদী প্লাষ্টিক ও পলিথিন মুক্ত রাখার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে কলাপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সংস্কৃতি কর্মী তানজিল জয় ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুলসহ সংগঠনটির সদস্যরা।
বক্তারা জলবায়ুর নেতিবাচক প্রভাব উল্লেখ করে
পৃথিবীকে বাসযোগ্য তোলার লক্ষে আন্ধারমানিক সহ জেলার সকল নদী দখল ও দুষনমুক্ত করার আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.