পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজে ২০২৪..

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ । ১৪:৩৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ । ১৪:৩৬

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজে ২০২৪ ব্যাচের প্র্যাকটিক্যাল জিমনাস্টিক, প্রাকটিচ টিচিং (MPT) এবং কান্ট্রি গেমসের ফাইনাল পরীক্ষা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

২২ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে কলেজের স্থানীয় ব্যায়ামাগার মিলনায়তনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পরীক্ষার উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহীর অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মাহমুদ সালাম (বিপ্লব)। তিনি পরীক্ষায় মূল পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শাহআলম, প্রতিষ্ঠাতা সভাপতি মো. রফিকুল ইসলাম, খণ্ডকালীন সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) সাইদুর রহমান সাঈদ, মো. জাহাঙ্গীর হোসেন ও ইরতেজা হাসান মনির।

এ বছর কলেজের ২০২৪ ব্যাচের মোট ১৭ জন প্রশিক্ষণার্থী প্র্যাকটিক্যাল জিমনাস্টিক, প্রাকটিচ টিচিং (MPT) এবং কান্ট্রি গেমসের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা শেষে পরীক্ষক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!