দুর্নীতির প্রমাণ পেলে সেই এলাকার..

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ । ১৭:৪২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ । ১৭:৪২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নতুন আরপিও অনুযায়ী পলাতক ব্যক্তিরা আর নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে যদি কোনো নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকেন, তাহলে ভোটাররা “না ভোট” দিতে পারবেন এবং সে ক্ষেত্রে যদি “না ভোট” বেশি হয়, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পাস হওয়া দুটি আইন হলো শ্রম (সংশোধন) আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫।

আইন উপদেষ্টা আরও জানান, সংশোধিত আইনে ইলেকশন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে যেন কোনো নির্বাচনী এলাকায় দুর্নীতির প্রমাণ পেলে কমিশন সে এলাকার নির্বাচন বাতিল করতে পারবে।

এছাড়া তিনি বলেন, কেবিনেট বৈঠকে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে “আলাদা জাদুঘর” হিসেবে ঘোষণা করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শিগগিরই আইন পাস করা হবে।

সংবাদ সম্মেলনে শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কেবিনেট বৈঠকে মিশিগানে বাংলাদেশের নতুন মিশন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া লিজকৃত জমির মালিকদের হয়রানি রোধে রাজউকের অনুমতি গ্রহণ সংক্রান্ত বিধি পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়, যাতে ভবিষ্যতে এ সংক্রান্ত কাজে বারবার অনুমতির প্রয়োজন না হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!