দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো..
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । ১৭:৫০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ । ১৭:৫০
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল প্রতিকূলতা মোকাবিলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
আজ (বুধবার) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা ‘কিন্তু’ তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে, ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হবো। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাবো।
তিনি আরও বলেন, আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করতেই হবে। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.