অক্টোবরে কাঁঠাল! শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে..

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । ১৭:৪৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ । ১৭:৪৩

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

হেমন্তের নরম রোদ, শিশিরে ভেজা সকাল, মাঠে পাকা ধান আর গাছে ঝরে পড়া পাতার মায়া-এ সময় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এর বাগান যেন এক স্বর্গরাজ্যের চিত্র খুঁজে পায়। আর সেই বাগানের এক কোণে রয়েছে গাছটির শতাধিক ঝুলন্ত কাঁঠাল, যা হেমন্তকালেও পর্যটক ও স্থানীয়দের মুখে এক হাসি ফুটিয়ে দিচ্ছে।

অক্টোবরের শেষ দিকে কাঁঠালের এই অমৌসুমি ফলন দেখে সবাই অবাক। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছিলেন, আবার কেউ মজা করে বলছেন, ‘হেমন্তের কাঁঠাল-এও কি সম্ভব!’

রিসোর্টে আসা পর্যটকরা কাঁঠাল গাছের কাছে এসে থেমে যান। ছোটরা ফল গুনে আনন্দিত, কেউ আবার সেলফি তুলছেন গাছের নিচে। রিসোর্টের এক অতিথি বলেন, ‘প্রকৃতির এই চমক আমাদের হেমন্তকে আরও আনন্দময় করে তুলেছে। এখানে আসা যেন এক স্বপ্নের মতো।’

রিসোর্টের বাগান পরিচর্যাকারী জানান, ‘গাছটি বহু বছর ধরে আছে। নিয়মিত সার, পানি ও যত্নের কারণে এটি এমন সময়ও ফল দিচ্ছে। প্রকৃতির এই উপহার সত্যিই আমাদের আনন্দ দিচ্ছে।’

কৃষি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কাঁঠালসহ কিছু গাছে অমৌসুমি ফলন লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা এবং পরিচর্যার পার্থক্য এ ক্ষেত্রে ভুমিকা রাখছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা বলেন, ‘যদি পরিবেশ অনুকুল থাকে এবং গাছের যত্ন ঠিকভাবে নেওয়া হয়, তাহলে এমন অমৌসুমি ফলন সম্ভব। এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিতও দেয়।’

কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের ফলন একদিকে প্রকৃতির সৌন্দর্য ও বিস্ময়, অন্যদিকে এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কৃষি ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে সঠিক পরিচর্যা এবং ধৈর্যের মাধ্যমে কৃষকরা এমন চমককে ব্যবসা বা পর্যটনের সুযোগেও রূপ দিতে পারেন।

রিসোর্টের জন্য এই কাঁঠাল গাছ এখন বাড়তি আকর্ষণ। পর্যটকরা শুধু খাওয়ার জন্য নয়, ছবি তোলার আনন্দের জন্যও এখানে আসছেন। স্থানীয় হোটেল ও গাইডরা বলছেন, ‘এ ধরনের আকর্ষণ শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও প্রাণবন্ত করছে। বিশেষ করে হেমন্তে, যখন ধান পাকা, বাগান সাজানো, শিশিরে ভেজা সকাল-এগুলো সবই পর্যটকের জন্য নতুন অভিজ্ঞতা।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!