শুরু হলো নতুন তিনটি নাগরিক..
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । ১৩:২৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ । ১৩:২৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকায় আজ, ২২ অক্টোবর ২০২৫ থেকে যাত্রা শুরু করল তিনটি নতুন নাগরিক সেবা কেন্দ্র।
এখন থেকে নিম্নোক্ত কেন্দ্রগুলোতে সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন:
১। নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তান
ঠিকানা: রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)
গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/cAet4WzmPEBeJTXG9
উদ্যোক্তা: মোঃ জাহিদ হাসান (01744987606)
২. নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রী
ঠিকানা: হাউস নং ১/এ, রোড ০২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯
গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/LifX6NDRcU22dazD7
উদ্যোক্তা: মোরশেদা মুক্তা (01811256341)
৩. নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুর
ঠিকানা: প্লট-৪৭, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/DHqACmu21nys38nh9
উদ্যোক্তা: মোঃ মুস্তাকিম (01718863371)
এই ০৩টি নতুন কেন্দ্রসহ বর্তমানে ঢাকায় মোট ছয়টি নাগরিক সেবা কেন্দ্রের (গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুর) কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্মানিত নাগরিকগণ, আপনার নিকটবর্তী কেন্দ্র ভিজিট করুন, সেবা গ্রহণ করুন এবং অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার মূল্যবান পরামর্শ আমাদের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.