টিউলিপ সিদ্দিককে আবার দুদকে তলব
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । ১২:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ । ১২:৪৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার পাঁচটি ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর গুলশান-২-এর ১১ নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গত মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন যে তিনি চিঠি পাচ্ছেন না।
দুদক সূত্রে জানা গেছে, যেহেতু টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন যে তিনি চিঠি পাচ্ছেন না, সেহেতু আগের যেসব ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল, সেগুলোর সঙ্গে আরও দুটি নতুন ঠিকানা যুক্ত করে মোট পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (২১ অক্টোবর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের পাঁচটি ঠিকানায় ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে।
এর আগে, টিউলিপ সিদ্দিককে ১৪ মে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.