সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে..

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ । ১২:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ । ১২:০৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

কার্তিক মাস শুরুর পর সারা দেশে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গেছে। বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, এটি আরও ঘনীভূত হতে পারে এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ কালবেলাকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এখন মনসুন শেষ, সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে।

নিম্নচাপ তৈরি হলে সেটি কোথায় অতিক্রম করতে পারে, তা জানা যাবে আজ বুধবার। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!