জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার সাফল্য:..

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ । ১৯:৪৩ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ । ১৯:৪৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

জনতা ব্যাংক পিএলসি-এর “আমানত হিসাব খোলা ও পুরস্কার প্রদানের বিশেষ কর্মপরিকল্পনা–২৫” এর আওতায় মৌলভীবাজার এরিয়ার মধ্যে সর্বোচ্চ আমানত হিসাব খোলার গৌরব অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা।

এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ, মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রফিকুল ইসলাম শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় মৌলভীবাজার এরিয়া অফিসের এজিএম তাহমিনা আক্তার, মৌলভীবাজার কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপক মো. আক্তার হোসেনসহ এরিয়া অফিস ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএম রফিকুল ইসলাম বলেন, “গ্রাহকের আস্থা ও কর্মকর্তাদের নিষ্ঠাবান প্রচেষ্টার ফলেই শ্রীমঙ্গল শাখা আজ এই সাফল্য অর্জন করেছে। জনতা ব্যাংক জনগণের ব্যাংক, তাই গ্রাহকসেবাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।”

শাখা ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন বলেন, “এই অর্জন আমাদের টিমওয়ার্কের ফসল। আমরা শ্রীমঙ্গলের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয় সংস্কৃতিকে আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছি।”

উল্লেখ্য, “আমানত হিসাব খোলা ও পুরস্কার প্রদানের বিশেষ কর্মপরিকল্পনা–২৫” এর মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি সারাদেশে নতুন গ্রাহক সংযুক্তি ও আমানত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!