শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে..

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ । ১৬:৫৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ । ১৬:৫৬

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

মাননীয় শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছোট বিঘাই হাজী মোক্তার আলী মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ. মোঃ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পটুয়াখালী জেলা যুবদল, মনিরুল ইসলাম লিটন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা যুবদল মোস্তাফিজুর রহমান রুমি।

উপস্থিত ছিলেন পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ বাহার উদ্দিন এবং ইসাহাক মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন আহমেদ সহ সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, সদস্য কৃত্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ ), সদস্য মো: মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন, কিন্তু এখনও তা কার্যকর হয়নি।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবিলম্বে সরকারকে প্রতিশ্রুত সুবিধাগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায়, তারা পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

কর্মসূচির নেতৃত্ব দেন মো. অহিদুল ইসলাম, আহবায়ক এবং মো. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, পটুয়াখালী সদর।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!