দুমকিতে জনসমুদ্র, বিএনপির পথসভায় নেতাকর্মীদের..

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । ১৮:৪৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ । ১৮:৪৪

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী স্নেহাংশু সরকার কুট্টির দুমকি আগমন উপলক্ষে এক বিশাল ও প্রাণবন্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় দুমকির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান লেবুখালী পায়রা পয়েন্ট চত্ত্বরে এই সভা আয়োজিত হয়, যা মুহূর্তেই নেতাকর্মীদের আগমনে জনসমুদ্রে পরিণত হয়।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু হওয়া এই পথসভাটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি দলের বর্তমান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, ঈমাম হোসেন নাসির, দেলোয়ার হোসেন নান্নু, বশির আহমেদ মৃধা এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু সহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

পথসভাকে কেন্দ্র করে লেবুখালী পায়রা পয়েন্টে দুমকি উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং দলীয় কর্মসূচির গুরুত্ব তুলে ধরলে উপস্থিত সকলের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান আর বাঁধভাঙা ভিড় প্রমাণ করে, দুমকিতে বিএনপির সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই সফল পথসভা দুমকিতে দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং কর্মীদের মনোবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!