পটুয়াখালীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের..
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । ১৪:১৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ । ১৪:১৬
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার ২০ অক্টোবর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী-এর নিকট ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষক-কর্মচারীরা তাদের দাবির সমর্থনে ব্যানার হাতে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন এবং মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের মানোন্নয়নের জন্য অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জোর আহ্বান জানান।
১. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫% বাড়ি ভাড়া নিশ্চিত করতে হবে। ২. সকল শিক্ষক-কর্মচারীর জন্য শতভাগ (১০০%) উৎসব ভাতা প্রদান করতে হবে। ৩. বর্তমান চিকিৎসা ভাতা বৃদ্ধি করে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। ৪. ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। ৫. শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুততার সাথে পরিশোধ করতে হবে। ৬. প্রস্তাবিত ইবতেদায়ী মাদ্রাসাগুলো দ্রুত এমপিওভুক্ত করতে হবে। ৭. স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনাদী বুঝে পাননি, নির্বাহী আদেশের মাধ্যমে সেই বকেয়া পাওনাদি পরিশোধ করার ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘকাল ধরে শিক্ষকরা এই ন্যায্য দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছেন। শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এসব দাবি পূরণ অপরিহার্য। তারা দ্রুততম সময়ের মধ্যে এই ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.