হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য..

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ । ১০:১৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ । ১০:১৫

মো. কামরুজ্জামান শুভ , হিলি করেসপন্ডেন্ট, (দিনাজপুর) :-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুরের হিলিতে দুইজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার মাঠপাড়া ও ধরন্দা এলাকায় অসহায় দুইজন রোগিকে সহায়তা করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এসময় সেখানে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গতকাল শনিবারে উপজেলার ধরন্দা ও মাঠপাড়ায় গনসংযোগ করার সময় দুইজন অসহায় গরিব রোগি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন মহোদয়কে চিকিৎসার কথা বললে তিনি তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তাই আজকে তার নির্দেশে উপজেলার মাঠপাড়া এলাকার সাড়ে তিন বছরের এক শিশু মাথায় টিউমার ও হার্ডের সমস্যা থাকায় তার চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরদিকে ফকিরপাড়া এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ডা. জাহিদ সাহেবের পক্ষ থেকে এই রকম সহযোগিতা অব্যাহৃত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!