দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টহল ও..

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ । ১৯:০২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ । ১৯:০২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে ঘটে যাওয়া তিনটি আগুনের ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সারা বছরই জোরদারে নির্দেশনা থাকে।কেপিআই এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’

সরকারি সূত্র জানায়, বর্তমানে সারা দেশে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানবাহন তল্লাশি আয়না (ভেহিকেল সার্চ মিরর) ও লাগেজ স্ক্যানার ব্যবহারের নির্দেশনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!