সারাদেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে ডাকা..
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ । ১৮:২৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ । ১৮:২৯
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। এসব বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) রবিবার বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা শুরু হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় জাতীয় প্রস্তুতিসংক্রান্ত এ সভা আয়োজন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।
বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.