নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব পালনের আহ্বান..

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৪৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৪৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পেশাদারত্ব ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই সফল নির্বাচনের পূর্বশর্ত।’

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে আজ র‌বিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিবিষয়ক মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বরিশালের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এ মতবিনিময়সভায় প্রশাস‌নের কর্তকর্তা‌দের উদ্দেশে সিইসি বলেন, ‘দেশের মানুষ চায় স্বচ্ছ নির্বাচন।

সেই প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে যেকোনো চাপ বা প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন প্রমুখ।

সেখা‌নে প্রশাস‌নের কর্মকর্তারা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে মাঠপর্যা‌য়ে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, ধৈর্য্য ও পেশাগত দক্ষতার পরিচয় দিতে হবে।

প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে আরো প্রস্তুত হবেন বলে আশা প্রকাশ করেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!