আজ থেকে বাড়ল মেট্রোরেল চলাচলের..

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৩১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৩১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে ঢাকা মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, সকাল ও রাতে ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে।

রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের জন্যেও সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবারে মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বেলা ৩টায়।

নতুন সূচির প্রথম দিন সকালে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে দেখা যায়।

যাত্রীরা এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।

বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!