ঝালকাঠির কাঠালিয়ায় মফিজ উদ্দিন ইসলামিয়া..

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ । ১০:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ । ১২:৪৭

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি মো. গোলাম কবির ঝন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আ. ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কাঠালিয়া কল্যান সমিতির সভাপতি শামীম সিকদার, মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মোঃ তৈয়ব আলী, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসারসহ সুপার মোঃ মিজানুর রহমান, সেরাজুল হক মিনি মিরা, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিম শিকদার, জুসফিকুর রহমান, সোহেল শিকদার, জালাল উদ্দিন আহমেদ, শিক্ষক মোঃ মিজানুর রহমান সোহাগসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ গোলাম কবির ঝন্টুকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সমাবেশে শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার মান ধরে রাখতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও সন্তানদের পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষক মণ্ডলীর পাঠদানের মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহায়তার প্রতিশ্রুতি দেন।

শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!