হিলিতে পৌর বিএনপির প্রস্তুতি আলোচনা..
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ । ১০:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ । ১২:৪৪
মো. কামরুজ্জামান শুভ , হিলি করেসপন্ডেন্ট, (দিনাজপুর) :-
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হিলি বাজারস্থ মুশফিক চৌধুরীর গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উদ্বোধন ও সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি উপদেষ্টা এরফান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহেল সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ-সম্পাদক আরমান আলী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরাও সভায় অংশ নেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য আরও দৃঢ় করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
তারা নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের পাশে থেকে বিএনপির সকল কর্মসূচি সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.