কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ী ভস্মিভূত, লক্ষাধিক..
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ । ১৬:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ । ১৬:৩৩
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় এক অধ্যাপকের বসতবাড়ী ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরশহরের নতুন বাজার এলাকায় পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মজিদ হাওলাদারের ভাড়াটিয়া বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। তবে এ ঘটনা রাতে হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল বলে স্থানীয়রা জানান। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার স্টেশনের টিম লিডার মো. শাহাদত হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত কলাপাড়া পৌরশহরের ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তবে কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে সঠিক কারণ তদন্ত করে বলা যাবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.