পটুয়াখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে..
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ । ১৬:১২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ । ১৬:১২
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধিতে় সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা তথ্য অফিস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারেক হাওলাদার, বিশেষা অতিথি ছিলেন সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সিভিল সার্জন বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সফল করতে গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে এ অবহিতকরন কর্মশালা আয়োজন করা হয়েছে। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে টিকা গ্রহন অত্যন্ত কার্যকর। আগে টাইফয়েডের ভ্যাকসিন কিনতে হতো কিন্তু এই প্রকল্পের আওতায় টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হবে। এজন্য ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশুর জন্ম নিবন্ধন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিশুই নির্ধারিত স্কুল এবং টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে। কোন কোন শিশুর ক্ষেত্রে সামান্য জ্বর ও অস্বস্তি দেখা দেয়ার সম্ভাবনা থাকলেও এই টিকা গ্রহনে কোন ধরনের ঝুঁকি নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় টিকাদান কর্মসূচি একটি জাতীয় অগ্রাধিকার। এ কার্যক্রমের সাফল্যে সাংবাদিকদের সহযোগিতা ও ইতিবাচক প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কর্মশালার শেষে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.