শ্রীমঙ্গলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫ । ১৬:৩৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৫ । ১৬:৩৭

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, জামাতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এ. হামিদ, এবং চা আদিবাসী জনগোষ্ঠী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ। কন্যাশিশুর পক্ষ থেকে বক্তব্য রাখেন রুবিনা বেগম।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। মেয়েরা যেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান সুযোগ পায়, সেই পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক নারী ও কন্যাশিশু উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!