বামনায় প্রবিন দিবস ২০২৫ পালিত
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫ । ১৮:০১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ । ১৮:০১
মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা :-
আন্তর্জাতিক প্রবিন দিবস ২০২৫ বরগুনার বামনায় পালিত হয়েছে। একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্যকে শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বরগুনার বামনায় এক বর্নাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় বামনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব সভাপতিত্বে এ রেলিতে উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ , বামনা উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়াসহ সম্মানিত প্রবিন পুরুষ ও মহিলাগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.