নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার..

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫ । ১৭:৫৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ । ১৭:৫৫

মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই রায় প্রদান করেন।

১)আ. সোবাহান হাওলাদার (৫৫), বাকেরগঞ্জের কলসকাঠী গ্রাম ২)সোহরাপ মৃধা (৫২), আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রাম

এছাড়া, তাদের সঙ্গে আটক হওয়া কাইয়ুম (১৪) নামের এক কিশোরকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের চলমান অভিযানের অংশ হিসেবে পায়রা নদীর আঙ্গারিয়া এবং পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ এই জেলেদের আটক করা হয়।

এ অভিযানে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, দণ্ডপ্রাপ্ত জেলেদের বিধি অনুযায়ী পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই মৌসুমে অবৈধ শিকারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!