কাঠালিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি..

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫ । ২১:৩৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ । ২১:৩৫

মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ

‘শিক্ষাকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

একাডেমিক সুপার ভাইজার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ, কে এম জামান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ছাইদুর রহমান, প্রভাষক মোঃ নফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়াদুদ ও প্রভাষক মোঃ সাইফুল মিনা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী।

এ সময় বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতির মেরুদÐ। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার বিকাশে শিক্ষকদের সম্মিলিত ভ‚মিকা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সততা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহŸান জানান।
বক্তারা আরো বলেন, “শিক্ষকদের নিষ্ঠা ও দায়বদ্ধতাই একটি উন্নত জাতি গঠনের ভিত্তি। সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রতি সম্মিলিত দায়িত্ববোধ তৈরি করতে হবে।”

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!