হিলিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক..

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫ । ২১:৩১ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ । ২১:৩১

মোঃ কামরুজ্জামান শুভ,হাকিমপুর করেসপন্ডেন্ট,দিনাজপুরঃ

‘শিক্ষকতা পেশাাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা, গুনী শিক্ষকদের সংবর্ধনা সহ যথাযথ মর্যাদায় মহান বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উদযাপন কমিটির আয়োজনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, একাডেমিক সুপার ভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, গোহাড়া হাইস্কুলের প্রধান তোফাজ্জল হোসেনে, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ আজাদ, প্রধান শিক্ষক মোঃ জামান আলী, সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সহকারী শিক্ষক মাহিদুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ। এছাড়া উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকদের প্রধান ও সহকারী শিক্ষককের গ্রেড সমস্যার সমাধান দাবি করেন বর্তমান সরকারের নিকট। অন্য দিকে বে-সরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা চাকরি জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ এবং অবিলম্বে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি করেন।

অনুষ্ঠানের অতিথি বৃন্দ শিক্ষকদের দাবিগুলো উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে গুনী শিক্ষক হিসেবে গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ, প্রাথমিক এর সহকারী শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান রাজু, মাধ্যমিক পর্যায়ে মোঃ আবু বক্কর, মাদ্রাসা পর্যায়ে সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম সহ ছয় জন গুনী শিক্ষককে সংবর্ধনা ক্রেষ্ট প্রধান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!