বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায়..
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫ । ১৬:০১ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ । ১৬:০১
মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ, শিক্ষক নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনটি ছিল উৎসবমুখর।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষক-শিক্ষিকারা সমবেত হন উপজেলা পরিষদ চত্বরে। সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা দুমকির প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকতার মহান পেশা এবং সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন:
সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম,লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান আশরাফ,উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান,পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার,আজিজ আহমেদ ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক মোঃ রিয়াজুল ইসলাম,
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন
মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ অমির হোসেন,দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এবাদুল হক,প্রেস ক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ।
উপজেলা স্কুল ও কলেজের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ দিনব্যাপী এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.