পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক..
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫ । ১৩:৪৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ । ১৩:৪৬
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
“শিক্ষাকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, পটুয়াখালী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক জালাল উদ্দীন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক রাশেদুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন হাজী আক্কেল আলী কলেজের অধ্যক্ষ বাবুল হাওলাদার, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, হেলাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মোস্তারি, লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, টাউন কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।
এসময় পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.