পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের চার..

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫ । ২৩:৪৪ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ । ২৩:৪৪

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী সদর থানা পুলিশ ৪ অক্টোবর শনিবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন তালহা মৃধা (২০), পিতা মোঃ মুরাদ মৃধা, সাং- সবুজবাগ মোড় (মৃধা বাড়ী), ওয়ার্ড নং-০৪, পটুয়াখালী সদর। মোঃ আল কাইয়ুম রিফাত (২১), পিতা মোঃ রিপন হাওলাদার, সাং- আলীপুর, মহিপুর; বর্তমানে পিটিআই স্কুলের পিছনে, মজিবর প্যাদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। মোঃ নাজমুল হাসান (১৯), পিতা মোঃ জসিম খান, সাং- কয়ার চর, নলছিটি, ঝালকাঠি; বর্তমানে থানাপাড়া এলাকায় মন্টু চৌকিদারের বাসায় ভাড়াটিয়া।মোঃ সিয়াম সিকদার ওরফে আকাশ (১৯), পিতা মোঃ রিপন সিকদার, সাং- কাঠলতলী, মির্জাগঞ্জ; বর্তমানে শের-ই-বাংলা সড়কে সীমা চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, এ চক্রের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে ফাঁদে ফেলে জোরপূর্বক অর্থ আদায় করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পটুয়াখালী সদর থানা পুলিশ ষুংত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তদন্তে জানা গেছে, চক্রটি শহরের বিভিন্ন স্থানে মারামারি, ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকায় আতঙ্ক তৈরি করেছিল।এই ঘটনায় পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ। ওসি আরও জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং শহরের শানিমশ-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!