রাজশাহীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও..

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ । ২২:২১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ । ২২:২১

ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। আজ সোমবার রাতে নগরের গণকপাড়ায় ২টি ধর্মসভা মন্ডপ এবং রানীবাজারসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় মিনু বলেন, হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। এ বছর অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদ্যাপিত হচ্ছে। বাকি দিনগুলোতেও আরো সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। আমাদের নেতাকর্মীরাও কাজ করছে। আমরা হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, এবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। কোনো সমস্যা নেই। সবাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। কোনো সমস্যা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!