জলঢাকায় সাব-রেজিষ্ট্রারের সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের..
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ । ১২:৩৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ । ১২:৩৯
সোহেল রানা,নীলফামারী করেসপন্ডেন্টঃ-
নীলফামারী জলঢাকায়”দুর্নীতিবাজদের ঠাই নাই, বৈষম্যহীন বাংলাদেশে”এই স্লোগান নিয়ে সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমূখ।
বক্তরা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবী জানান।
সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেন বলেন ” এই লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব- রেজিস্ট্রার কোনো দলিল করে না। তিনি ঘুষ খেতে খেতে ঢাকায় সম্পদের পাড়ার গড়ে তুলেছে। তার সম্পদের হিসাব নেয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আহবান করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.