পটুয়াখালীতে যৌথ অভিযানে ১১শ’ কেজি..
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫ । ১৮:২৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ । ১৮:২৫
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার (০৩ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১,১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
রবিবার ( ০৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পুরান বাজার সংলগ্ন পুরাতন লোহালিয়া খেয়াঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময় একটি দোকান থেকে নিষিদ্ধ ১,১০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা। জব্দকৃত এসব পলিথিন পরবর্তীতে ধ্বংসের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় তাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.