কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অটোরিকশা উল্টে ৬..
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ । ১৩:৪৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ । ১৩:৪৫
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রান্ত নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মোস্তফাপুর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত: শিশু প্রান্ত মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সুজন হাওলাদরের পুত্র।
স্থানীয় সূত্র ও স্বজনরা জনান, শিশুটি তার মায়ের সঙ্গে অটো রিকশা যোগে নিজ বাড়ি থেকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে তার খালাবাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি উল্টে রাস্তার ঢালে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, দূর্ঘটনার বিষয় জানার পর হাসপাতলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.