পটুয়াখালীতে গাঁজা সহ আটক ২

প্রকাশ: ১০ মে ২০২৪ । ২০:৩০ | আপডেট: ১০ মে ২০২৪ । ২০:৩০

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে ৬০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা।

শুক্রবার (১০ মে) ভোরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ কেএম আজমল হুদার নেতৃত্বে গলাচিপা আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের চার আনি বাউরিয়া আবাসনে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা সহ শফিকুল ইসলাম (২৬) ও ফরিদ হাওলাদার (২৬) কে আটক করে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ কে এম আজমল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!