কলাপাড়ায় স্বাধীনতা দিবসে সর্বসাধারনের জন্য..

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ । ২১:২৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ । ২১:২৮

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মহান স্বাধীনতা দিবসে সাধারন মানুষের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া। মঙ্গলবার বেলা বারোটায় প্রবেশাধিকার দেয়া হলে ঢল নামে বিভিন্ন শ্রেনী-পেশা-বয়সের মানুষ।

এসময় কোস্টগার্ড সদস্যরা বেশ আন্তরিকতার সাথে আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত অস্রের বিষয়ে ধারনা প্রদর্শন করেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জাহাজটি সবার জন্য উম্মুক্ত থাকে। এসময় জাহাজে আগত দর্শনার্থীদের রকমারী খাবারের প্যাকেট দিয়ে অপ্যায়িত করে কোস্টগার্ড বিসিজিএস বগুড়ার সদস্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!