সেমাই জর্দা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ । ১৭:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ । ১৭:৩৪

অনলাইন ডেস্ক

উপকরণ:

  • সেমাই-২০০ গ্রাম
  • দুধ-১ কাপ
  • ডিম-২ টি
  • চিনি-১/২ কাপ অথবাআপনার স্বাদ অনুযায়ী
  • ঘি -১/২ কাপ
  • এলাচ- ২ টি
  • দারুচিনি-১ টুকরা
  • তেজপাতা-১ টি
  • লবঙ্গ-২ টি
  • কিসমিস -১০/১২ টি
  • এলমণ্ড(Almond)কুঁচি -২টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুঁচি-১টেবিল চামচ
  • লবন- ১/৪ চা চামচ

 

পদ্ধতি:

  • প্যানে মাঝারি আঁচে সেমাই হালকা বাদামি রঙ ধারন করা পর্যন্ত ভাজতে থাকুন। চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রাখুন।
  • একটি বাটিতে ডিম ভাল করে ফেটিয়ে নিন। এরপর এর সাথে দুধ,চিনি এবং লবন মিশিয়ে আবারও ভাল করে ফেটিয়ে নিন।
  • প্যানে ঘি গরম করুন। গরম ঘি এ এলাচ,দারুচিনি,লবঙ্গ,তেজপাতা, কিসমিস, অর্ধেক almond এবং অর্ধেক পেস্তাবাদাম কুঁচি দিয়ে নাড়ুন। এখন এর মধ্যে সেমাই দিয়ে ১ মিনিট এর মত নাড়ুন।এরপর দুধ, ডিম, চিনি মেশানো মিশ্রণ টি ঢেলে দিন এবং নাড়ুন যেন দুধ এবং সেমাই ভাল ভাবে মিশে যায়। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১ মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়ুন।
  • ঘি উপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে নিন। বাকি almond এবং পেস্তা বাদাম কুঁচি উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। 

     

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!